নতুন ধারাবাহিকে ফের নায়িকার ভূমিকায় অভিনেত্রী সন্দীপ্তা সেন

 সন্দীপ্তা সেন

অভিনেত্রী সন্দীপ্তা সেন, ছোটপর্দার হাত ধরে পথচলা শুরু করলেও বর্তমানে কাজ করেছেন একের পর এক ছবি ও সিরিজে।‌ যদিও এই মুহূর্তে ছোটপর্দা থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী।

তবে বহুদিন পর ধারাবাহিকে ফিরতে চলেছেন সন্দীপ্তা। তবে বাংলায় নয়, হিন্দি ধারাবাহিকে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। স্টার প্লাসে আসতে চলেছে নতুন মেগা। প্রযোজনায় এসভিএফ। এই ধারাবাহিকের গল্প হতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ‘নষ্টনীড়’ সিরিজকে কেন্দ্র করে‌। এই সিরিজের গল্পকেই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছে স্টার প্লাসের আসন্ন ধারাবাহিক।

‘নষ্টনীড়’-এর মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সন্দীপ্তা ও সৌম্য মুখোপাধ্যায়কে। আসন্ন হিন্দি ধারাবাহিকেও মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সন্দীপ্তা সেন। অভিনেত্রী বিপরীতে দেখা যাবে হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অহম শর্মা ও বিশাল আদিত্য সিং-কে।

চূড়ান্ত হয়েছে এই ধারাবাহিকের চিত্রনাট্য। প্রথমে ১৫০ পর্বের জন্য তৈরি হতে চলেছে এই মেগা। চণ্ডীগড়ে হতে চলেছে এই মেগার শুটিং। পর্দায় আরও একবার নিজের অভিনীত চরিত্রকেই নতুনভাবে পর্দায় ফুটিয়ে তুলতে প্রস্তুত অভিনেত্রী।