ফের নতুন প্রোজেক্ট নিয়ে পর্দায় হাজির অভিনেত্রী সন্দীপ্তা সেন

 

সন্দীপ্তা সেন

অভিনেত্রী সন্দীপ্তা সেনকে ছোটপর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শক। কারণ তার অভিনয় দর্শকের ভীষণ পছন্দের। এক সময় একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে নায়িকার অভিনয় করে সাফল্য লাভ করেছেন।

‘দুর্গা’ সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন সন্দীপ্তা। তার অভিনীত প্রতিটি ধারাবাহিক পর্দায় হিট ছিল। বর্তমানে যদিও টেলিভিশনের পর্দা ছেড়ে ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের মন জিতে নিচ্ছেন সন্দীপ্তা।

এবার অভিনেত্রীর অনুরাগীদের জন্য সুখবর। পর্দায় নতুন অবতারে ফিরছেন সন্দীপ্তা সেন। তবে ছোটপর্দায় নয়, এবারেও ‘হইচই’ এর নতুন ওয়েব সিরিজ ‘বীরাঙ্গনা’র হাত ধরে পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, বধূহত্যাকে কেন্দ্র করে এক মহিলা পুলিশের অভিযানের গল্প বলবে ‘বীরাঙ্গনা’।

গল্পে পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিল্বে অভিনেত্রীর। সন্দীপ্তা সেন অভিনীত এই সিরিজটির পরিচালক নির্ঝর মিত্র।

সন্দীপ্তা সেন