বহুদিন পর ফের নতুন প্রোজেক্টে ফিরছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন

সন্দীপ্তা সেন

সৃজিত মুখোপাধ্যায়ের ‘হেমলক সোসাইটি’র পর আবারও তার পরবর্তী পর্ব হিসাবে বড়পর্দায় আসতে চলেছে ‘কিলবিল’। নতুন ছবিটি ‘হেমলক সোসাইটি’র পুরোপুরি সিক্যুয়েল না হলেও বিষয় এক, নায়কও বদলাচ্ছেন না।

আবারও পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরে জীবন্ত হয়ে উঠবে ‘কিলবিল’। তবে কি নায়িকা হিসাবে কোয়েল মল্লিকই থাকছেন? জানা যাচ্ছে, নায়িকার ভূমিকায় দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। কৌশানীর সঙ্গে সমান্তরাল চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সন্দীপ্তা সেনকে।

ছবিতে কৌশানীর মতো তিনিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও থাকছেন বিশ্বনাথ বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, শুটিং শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। কলকাতা এবং উত্তরবঙ্গ মিলিয়ে শুট হবে।