গত বছর শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। ‘দুর্গা’, ‘টাপুর টুপুর’, ‘তুমি আসবে বলে’, ‘প্রতিদান’, ‘রানী রাসমণি’র একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি ওয়েব সিরিজ এবং সিনেমায় চুটিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী।
বিয়ের মাত্র ৩ মাসের মাথায় সুখবর জানালেন সন্দীপ্তা। বিয়ের পরই পেলেন এক বড় প্রোজেক্টের কাজ তাও আবার বড়পর্দায়। ২০২৪-এর শুরুটা এত ভালো যাবে কল্পনা করতে পারেননি অভিনেত্রী।
2024 সালের শুরুতেই দ্বিতীয় সিনেমায় কাজ করতে চলেছেন অভিনেত্রী। নিজেই সেই সুখবর ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে সন্দীপ্তার সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে। ছবির নাম ‘আপিস’। ছবিতে সন্দীপ্তার চরিত্রের নাম জয়িতা সান্যাল।
View this post on Instagram