বিবাহিত জীবনের ৫ বছর পার! বিবাহবার্ষিকী পালন করলেন অভিনেত্রী সঞ্চারী মন্ডল

অভিনেত্রী সঞ্চারী মন্ডল

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী সঞ্চারী মন্ডল। যিনি একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। কখনো ভিলেন আবার কখনো পজেটিভ চরিত্রে অভিনয় করে থাকেন। তবে বেশিরভাগ ধারাবাহিকেই নেগেটিভ চরিত্রে অভিনয় করেন।

‘গাঁটছড়া’ ধারাবাহিকে ‘কিয়ারা’ চরিত্রে অভিনয় করেছিলেন। কিয়ারা চরিত্রে বেশ ভালোই প্রশংসা পেয়েছেন। তবে মাঝপথে ধারাবাহিক ছেড়ে চলে বেরিয়ে যান আর তার পরিবর্তে অন্য অভিনেত্রী প্রবেশ করেন।

কর্মজীবনের পাশাপাশি চুটিয়ে সংসারও সামলাচ্ছেন অভিনেত্রী। সঙ্গীত তিওয়ারির সঙ্গে ২০২০ সালে বিয়ে সারেন অভিনেত্রী। দেখতে দেখতে বিবাহিত জীবনের ৫ বছর পার।

গতকাল অর্থাৎ ২৬ শে ফেব্রুয়ারি বিবাহবার্ষিকী উদযাপন করলেন অভিনেত্রী। কেক কেটে সঙ্গীতের সাথে ৫ বছরেরে দাম্পত্য জীবনের সেলিব্রেট করেন।