এই মুহুর্তে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ নিয়ে চর্চা তুঙ্গে। জোয়ার ভাঁটা নির্মাতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী সাগরিকা রায়। দর্শকরা বহুদিন ধরে ধারাবাহিকে উজি-নিশার মৃত মায়ের ছবি দেয়ালে দেখতে পাচ্ছেন, আর সেই ছবিটি অভিনেত্রী সাগরিকা রায়ের।
অথচ তিনি নাকি জানতেনই না এই সিরিয়ালে তার কোনওরকম অনুমতি না নিয়েই ছবি ব্যবহার করছেন নির্মাতারা। যা সম্পূর্ণরূপে অনৈতিক। পুরো ঘটনাটা প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগড়ে দিলেন সাগরিকা। হঠাৎ করে তাকে না জানিয়ে মৃত চরিত্রের ছবি হিসেবে তার ছবি ব্যবহারটা সাগরিকার কাছে বেজায় অসন্মানের।
সাগরিকার প্রতিবাদ, “কি ভেবেছিলেন আমি খুব সস্তা, প্রতিবাদ করতে পারব না? এটা যে কি ভেবে করলেন, আমি বুঝতে পারছি না।” সাগরিকার মতে, তিনি আজও পরিশ্রম করে কাজ করছেন, তাই তার মুখ ব্যবহার করা হলে তার একটা মূল্য তো থাকতেই পারে।
সাগরিকার তীব্র ক্ষোভ, “আমি তো মরে যায়নি যে না জিজ্ঞেস করেই ব্যবহার করা যায় আমার ছবি! আমি প্রতিনিয়ত কাজ করছি, আমার যথেষ্ট নাম আছে। সেই জায়গা থেকেই আমি দাবি করতে পারি, জানাটা আমার অধিকার।”
“যদি বন্ধুত্বের জায়গা থেকে করতে আমার কিছু বলার থাকত না। আর তুমি তো আমার পরিচিত, এখানে দু-তিন জন কাজ করছেন তাঁরা আমার পরিচিত। তাঁরা মনে করেছেন এই ফেসটা ভালো লাগে। জোয়ার ভাঁটার দুই হিরোইনের মা হিসাবে আমাকে দেখানো হচ্ছে। যদি সেটা দেখানো হয় তা হলে তো আমাকে বলতে পারতো।”
প্রোডাকশন টিমের প্রতি সাগরিকার প্রশ্ন, “শিল্পীদের কি এতটাই ছোট করে দেখা যায় যে তাঁদের সম্মতির দরকার মনে হয় না?”
সাগরিকা আরও বলেন, ‘এইভাবে শিল্পীদের সস্তা না করাই ভালো। শিল্পীরা যে কদিন কাজ করতে পারে সেই কদিনই দাম থাকে, সেই কদিনই প্রয়োজন। তারপর কেউ খেতে না পেলেও কেউ জিগ্গেস করে না।’
সাগরিকার প্রতিবাদ আরও একবার সকলকে মনে করিয়ে দিল যে শিল্পীর সম্মানই সবচেয়ে বড়। এই মুহুর্তে ধারাবাহিকের জনপ্রিয়তাকে ছাপিয়ে আলোচনার বিষয় দাঁড়িয়েছে সাগরিকা রায়ের অভিযোগ। আর এই বিতর্কে জোয়ার ভাঁটার অনুরাগীরাও সাগরিকার পাশে দাঁড়িয়েছে। যদিও জি বাংলা কর্তৃপক্ষ বা টেন্ট সিনেমার তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

