প্রথমবার ছেলের মুখ দেখালেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়

অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়

গত ২৬ জানুয়ারি ছোটপর্দার অভিনেত্রী রুপসা চট্টোপাধ্যায়ের কোল জুড়ে এসেছে পুত্র সন্তান। বিয়ের সময় প্রেগন্যান্ট ছিলেন অভিনেত্রী। বিয়ের এক মাসের মধ্যে সন্তান আসার সুখবর দেন।

রূপসা এবং তার স্বামী সায়নদীপ ধুমধাম করে সাধের আয়োজন করেছিলেন। সন্তান আসার পর নিজেরাই সোশ্যাল মিডিয়ায় সুখবর দেন। তবে ছেলের মুখ এতদিন সামনে আনেনি রুপসা।

নববর্ষের প্রথমদিনেই ছেলের ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছেলের ভিডিও আর ছবি শেয়ার করে রুপসা চট্টোপাধ্যায় লেখেন, ‘প্রেজেন্টিং অগ্নিদেব চট্টোপাধ্যায় সরকার। সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।’