‘যখনই খিদে পাবে একটু খাইয়ে…’ ছোট্ট একরত্তিকে নিয়েই কাজে ফিরলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়

রূপসা চট্টোপাধ্যায়

সন্তান জন্মের পর সন্তানকে ঘিরেই মায়ের জীবন। এমন অনেক মা-ই আছেন যারা সন্তান জন্মের পর আবারও নিজেদের কাজের দুনিয়ায় ফেরেন। সেক্ষেত্রে ছোট্ট একরত্তিকে ফেলে কাজে ফিরতে মায়েদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়।

ছেলের বয়স হয়েছে মাত্র সাড়ে তিন মাস। এরমধযেই কাজে ফেরার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। তবে সিদ্ধান্তে খানিক বদল আনলেন তিনি। একরত্তিকে বাড়িতে ফেলে নয় বরং তাকে সঙ্গে নিয়েই কাজে ফিরছেন রূপসা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কোলে ছেলে নিয়ে ছবি শেয়ার করে রূপসা জানিয়েছেন, তিনি একেবারে অন্য ভাবে ফিরছেন।

এই প্রসঙ্গে ‘এই সময় অনলাইন’কে দেওয়া সাক্ষাৎকারে রূপসা বলেন, ‘একটু অন্যরকম ফর্ম্যাট। ওয়েবের কাজ। সবে লুক টেস্ট হলো। তাই ওকে সঙ্গে নিয়েই এসেছি। এবং আগামীতেও ওকে নিয়েই কাজটা করব।’

ছেলেকে নিয়ে কাজ করতে অসুবিধা হবে না অভিনেত্রীর? সেক্ষেত্রে রূপসা বলেন, ‘ও তো এখন ব্রেস্ট ফিড করে। তাই রেখে তো যেতে পারব না কোনও ভাবেই। আমার মা সঙ্গে যাবে। যখনই খিদে পাবে একটু খাইয়ে দেব। বাকি সময়টা দিব্য থাকবে আশা করি। সঙ্গে গেলে আমারও চিন্তা কম থাকবে। একটা ঘরে থাকবে ও আর মা। এখন তো লোকজন দেখে অত ভয় পায় না। খুব একটা খিদে না পেলে কান্নাকাটিও করে না। মিশতে পারে। তাই ভাবলাম ওকে নিয়েই শুরু করি।’

রূপসার কথায়, ‘ও এখনও সলিড ফুড শুরু করেনি। তাই ব্রেস্ট ফিড করে রেখে যাওয়ার থেকে সঙ্গে করে নিয়ে যাওয়াই ভালো বলে মনে হয়েছে আমার। ওরও তো জানা উচিত ওর মা কী কাজ করে।’