৬ মাস পূর্ণ! ধুমধাম করে ছেলের অন্নপ্রাশন সেলিব্রেট করলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়

অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়

দেখতে দেখতে  ৬ মাসে পা দিল অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার ছোট একরত্তি  ছেলে অগ্নিদেব। রীতিনীতি মেনেই ধুমধাম করে উদযাপন করলেন ছেলের মুখে ভাত।

টলিউড অনলাইনের শেয়ার করা ভিডিওতে দেখা যায় খুদে অগ্নিদেবকে শ্রী কৃষ্ণ সাজিয়েছেন। একরত্তি খুদের হাতে ছিল বাঁশিও। ছোট অগ্নিদেবকে সাক্ষাৎ শ্রী কৃষ্ণের মতোই দেখাচ্ছিল। বাব-মাও খুদের পোশাকের সঙ্গে রঙ মিলিয়ে পরেছিলেন বেনারসি আর পাঞ্জাবি।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

কৃষ্ণের সাজেই ছেলেকে মুখে ভাতের নিয়ম সারেন। স্নানের পর আবার একরত্তির সাজ পাল্টে যায়। লাল পাঞ্জাবি আর সোনালি রঙের ধুতিতে সেজে উঠেছিল সে। সেই ভিডিও সামনে আসতেই প্রশংসা ভরিয়ে দেন নেটিজেনরা।