বাংলা চলচ্চিত্র জগতে একজন জনপ্রিয় প্রতিভাবান অভিনেত্রী হলেন রূপা গাঙ্গুলি। শুধু বাংলায় নয় কাজ করেছেন হিন্দি, তেলেগু, উড়িয়া, কানাডা আরও অন্যান্য ছবিতে। এমনকি বাংলার ছোটপর্দায় তাঁর অবদান রয়েছে।
একসময় ‘তিথির অতিথি’, ‘সোনার বাংলা’, ‘জন্মভূমি’, ‘ওগো প্রিয়তমা’, ‘কড়ি দিয়ে কিনলাম’-এর মতো জনপ্রিয় মেগা ধারাবাহিকে অভিনয় করেছেন। তাকে ছোটপর্দায় শেষ দেখা গিয়েছিল ২০১০-২০১২ সাল সম্প্রচারিত হওয়া ধারাবাহিক ‘কনকাঞ্জলি’তে। এরপর রাজনীতির ময়দানে যোগদান করেন।
রাজনীতিতে ব্যস্ত থাকায় তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে ১০ বছর পর কি আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী? কেন আচমকা এই গুঞ্জন?
আসলে ইন্ডাস্ট্রি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি নারী কেন্দ্রিক সিরিয়ালের জন্য একটি শীর্ষস্থানীয় চ্যানেল তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। উচ্চাভিলাষী প্রকল্পটি একটি নারীকেন্দ্রিক গল্প হবে এবং গল্পটি একজন মাকে ঘিরে আবর্তিত হবে। মূল চরিত্রে রূপাকে কাস্ট করতে আগ্রহী নির্মাতারা।
শোনা যাচ্ছে, লুক টেস্টের জন্য নাকি প্রাথমিক সম্মতি জানিয়েছেন অভিনেত্রী কিন্তু তিনি এখনো সিরিয়ালের জন্য চুক্তিতে সই করেননি। তবে দেখার বিষয় শেষ অবধি সিরিয়ালে ফিরতে রাজি হন কিনা অভিনেত্রী।