সুখবর! ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বহু বছর পর তাকে দর্শক অভিনয় জগতে ফিরে পেয়েছিলেন। ‘মেয়েবেলা’ ধারাবাহিকের হাত ধরে পর্দায় কামব্যাক করেছিলেন রুপা। বীথি চরিত্রে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিলেন।
তবে কিছু সমস্যার কারণে মাঝপথে মেয়েবেলা ধারাবাহিক ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী। মেয়েবেলা ধারাবাহিকে খুব অল্প সময়ের জন্য তাকে দেখা গিয়েছিল। এরপর আর অভিনয় জগতে তার দেখা পাওয়া যায়নি। তবে ফের আবার কাজে ফিরলেন।
ধারাবাহিক নয়, বড়পর্দায় দেখা যাবে রুপাকে। দেবের ‘রঘু ডাকাত’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। আপাতত তাকে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন তার দর্শকেরা।