‘মেয়েবেলা’র পর ফের অভিনয় জগতে ফিরলেন ‘বীথি’ ওরফে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়

অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়

বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় প্রতিভাবান অভিনেত্রী হলেন রূপা গাঙ্গুলি। বাংলার পাশাপাশি কাজ করেছেন হিন্দি, তেলেগু, উড়িয়া, কানাডা আরও অন্যান্য ছবিতে। তবে রাজনীতির ময়দানে প্রবেশ করার পর অভিনয় জগতকে প্রায় গুড বাই বলে দিয়েছিলেন।

তবে সকলে অবাক হন যখন তিনি ১০ বছর পর মেগা সিরিয়ালে কামব্যাক করেছিলেন। স্টার জলসার জনপ্রিয় মেগা ‘মেয়েবেলা’ ধারাবাহিকে নায়ক অর্থাৎ অভিনেতা অর্পণ ঘোষালের মায়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছিলেন। বীথি চরিত্রটি ভিলেন চরিত্র ছিল। ভিলেন চরিত্রে দর্শকদের গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছিলেন। তবে মাঝপথেই ঝামেলার কারণে ধারাবাহিক ছেড়ে দেন।

মেয়েবেলা’র পর আবারও পর্দা থেকে হারিয়ে যান তিনি। অনেকেই তার কামব্যাকের অপেক্ষা করেছিলেন। আবার মাঝে গুঞ্জন উঠেছিল আর হয়তো অভিনয় জগতে ফিরবেন না। তবে সেই গুঞ্জন মিথ্যা প্রমাণ করে দীর্ঘদিন পর আবারও পর্দায় ফিরলেন অভিনেত্রী।

তবে এবার রুপা গাঙ্গুলি ছোটপর্দায় নয়, বরং ফিরলেন বড়পর্দায়। দেবের আসন্ন ছবি ‘রঘু ডাকাত’-এ দেখা মিল্বে তার। সুত্রের খবর, ছবিতে রুপার চরিত্রতে বিশেষ চমক রয়েছে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “দেব বলেছে বলেই ছবিটা করতে রাজি হলাম না হলে রাজনীতির জন্য বেশি জড়িয়ে পরেছি।”