মেয়ে হওয়ার জন্য পরিবারের বোঝা! মাত্র ১০ বছর বয়সেই বিয়ে দেওয়ার চেষ্টা, অভিনেত্রীর রূপা ভট্টাচার্যের লড়াইয়ের গল্প শুনে চোখে জল সকলের

অভিনেত্রী রূপা ভট্টাচার্য

ছোটপর্দা থেকে বড়পর্দা, একসময় দাপিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। ইন্ডাস্ট্রির এক বড় নাম তিনি। পেয়েছেন প্রশংসা। এমনকি রাজনীতির ময়দানেও পরিচিত মুখ। তবে এই সাফল্যের পিছনে রয়েছে অনেক অজানা কঠিন লড়াই। শৈশব থেকেই নিজের পরিবারের কাছ থেকে লিঙ্গ-বৈষ্যমের শিকার অভিনেত্রী।

একসময় ‘দিদি নং ১’-এর মঞ্চে এসে নিজের জীবনে কঠিন দিনগুলোর কথা তুলে ধরেছিলেন রূপা ভট্টাচার্য। তাঁর লড়াইয়ের গল্প শুনে চোখে জল বাকি প্রতিযোগীদের। এদিন অভিনেত্রী জানিয়েছিলেন, ‘মেয়ের হওয়ার জন্য পরিবার থেকে পেয়েছেন শুধু অবহেলা। ছোট থেকেই তিনি খুব কুণ্ঠিত থাকতেন, কারণ তিনি বুঝতে পারতেন তিনি পরিবারের বোঝা। ছোটবেলায় খাদ্য হিসেবে রূপা ভট্টাচার্যের জন্য বরাদ্দ ছিল তাঁর দাদা খেয়ে যাওয়ার পর বাকি যেটুকু অংশ পরে থাকত”।

অভিনেত্রী আরও জানান, “আমার যখন ১০ বছর বয়স, বাড়ি থেকে তখন আমার সম্বন্ধ দেখা শুরু হয়। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে ঠিক করে বাড়ি থেকে বোঝাটাকে দূরে সরানো যায়। মাকেও পাশে পাইনি”।

তবে প্রথম জি-বাংলার সঞ্চালিকা হিসেবে অভিনয় জগতে সুযোগ পান। সেইসময় মাত্র দেড় হাজার টাকা নিয়ে বেরিয়ে আসেন বাড়ি থেকে। এরপর শুরু তাঁর স্ট্রাগল। তারপর থেকে ভাড়া বাড়িতে থাকতেন অভিনেত্রী। পরবর্তীকালে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা যোগাযোগ রাখতে চায়নি।

অভিনেত্রীর কথায়, “বাড়িতে তাঁর জায়গা হয়নি তো কি হয়েছে ইন্ডাস্ট্রি তাঁকে অনেক কিছু দিয়েছে। এই ইন্ডাস্ট্রি তাঁর পরিবার। তাঁর দ্বিতীয় মা সিনেমা”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here