
চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। যাকে দর্শক টিভির পর্দায় জি- বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখেছে। অভিনেত্রী যে প্রেম করছেন তা এতদিন ঘোষণা না করেই বিয়ে সেরে চমকে দিলেন রূপা।
প্রেমিক দেবাঙ্ক ভট্টাচার্যর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী। ১২ জুলাই রূপালি ভট্টাচার্যর সোশ্যাল মিডিয়া ভরে যায় অভিনেত্রীর বিয়ের ছবিতে। বিয়ের দিন গোলাপি রঙের বেনারসি, গোলাপি ওড়না এবং সোনার গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। অন্যদিকে দেবাঙ্ক ভট্টাচার্য পড়েছিলেন মেরুন রঙের পাঞ্জাবি এবং ঘিয়ে রঙের ধুতি।
এদিন বিয়ের পর একটি ছবি পোস্ট করেন রুপা। সেখানে একে অপরের হাতে হাত রেখে ছবি দিয়ে রুপা লেখেন, ‘ফাইনালি হাতাহাতি।’
প্রসঙ্গত অভিনেত্রীর স্বামী পেশায় আইটি কর্মী। এছাড়াও নাট্যকর্মী তিনি। এদিন অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। রুপার জীবনের এই নতুন অধ্যায় শুরুতে শুভেচ্ছা- ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।
Instagram-এ এই পোস্টটি দেখুন