অভিনেত্রী রুকমা রায় -এর পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। কারণ আট থেকে আশি ছোটপর্দার প্রায় সকলের কাছে তিনিই পরিচিত। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ‘কিরণমালা’,‘দেশের মাটি’,‘লালকুঠি’-র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নিজের সাবলীল অভিনয় দিয়েই দর্শকের নজর কেড়েছেন রুকমা। তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল ‘তুমি আসে পাশে থাকলে’ ধারাবাহিকে।
তবে বেশকিছু ধরেই ছোটপর্দায় দেখা যাচ্ছে না রুকমাকে। তবে কি অভিনয় জগত থেকে বিরতি নিলেন রুকমা? এই প্রশ্নের উত্তর এবার নিজেই দিলেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ‘coming soon’।
আর তার এই পোস্টেই অনুরাগীদের মনে উন্মাদনা বাড়িয়ে দিয়েছে। তবে নতুন কোন প্রোজেক্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন অভিনেত্রী? কোন চরিত্রে ফিরবেন নায়িকা? ধারাবাহিক, ওটিটি সিরিজ, নাকি অন্য কোনও প্ল্যাটফর্মে ফিরবেন রুকমা?
অনুরাগীদের মনে এমন অনেক প্রশ্ন জাগলেও অভিনেত্রীর তরফে অফিসিয়ালি কোন ঘোষণা না আসায় নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।
সুত্রঃ https :// tollytales. com /