বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য। একাধিক বাংলা ধারাবাহিকে একাধিক চরিত্রে অভিনয় করেছেন। কোনও মুখ্য চরিত্রে, কখনো পার্শ্বচরিত্রে আবার কখনো ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়েছেন।
জি-বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে এবার পর্দায় ফিরতে চলেছেন।
স্টার জলসার নতুন ধারাবাহিক চিরসখা’তে এন্ট্রি নিতে চলেছেন রোশনি। চরিত্রের নাম মৌ। মিঠির পিসতুতো-মামাতো বোনের চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রটি পজেটিভ না নেগেটিভ জানা যায়নি।