সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে হৈ চৈ। পোস্টটি করেছেন বাংলা টেলিভিশনের এক জনপ্রিয় অভিনেত্রী রূপা ভট্টাচার্য। আর তার পোস্টের মূল কেন্দ্রবিন্দু হলেন বাংলা টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে ঘিরে। যা নিয়ে বেশ রব পরেছে চারিদিকে।
ছোটপর্দার মিঠাইকে ‘পুঁটি মাছ’-এর সঙ্গে তুলনা করেছেন রূপা ভট্টাচার্য। যা নিয়ে মিঠাই ভক্তরা বেজায় চটেছেন। ঠিক কি ঘটছে?
আসলে কিছুদিন আগে দুর্গাপুজোর কার্নিভ্যালে ঘিরে এক নামী সংবাদমাধ্যমে একটি মন্তব্য করেছিলেন মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু। টিভিনাইন বাংলাকে ছোটপর্দায় মিঠাই বলেছিলেন, “আমি যাচ্ছি। ওখানে গিয়ে যদি বিতর্কের মুখে পড়তে হয়, তবে সবাই যা করবেন, আমিও তাই করব। আমি আন্দোলনের বিরোধী নই। তবে মণ্ডপে মণ্ডপে যে হারে ভিড় দেখলাম, তাতে তো বোঝা গিয়েছে যে উৎসব হয়েছে। এবার নতুন জামা পরে ঠাকুর দেখার পর কার্নিভাল এড়িয়ে যাওয়ার কোনও মানে হয় না। বছরকার দিন, মা চলে যাচ্ছে, সকলের মতো আমিও সেখানে উপস্থিত হব। প্রতিবাদ প্রতিবাদের মতোই হবে কার্নিভালে যাওয়া মনে প্রতিবাদের বিরোধিতা করছি এমনটা একেবারেই না। আর ট্রোল হওয়ার ভয়ে যদি কেউ ভাবেন যাবেন না, তবে আমি বলব, তাঁদের মেরুদণ্ড নেই।”
এরপরেই তার মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন অভিনেত্রী। সৌমিতৃষা করা সেই মন্তব্যের পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করে অভিনেত্রী রুপা ভট্টাচার্য লেখেন, ‘একটু খানি জলে পুঁটি মাছ ফরফর করে’। রুপার করা মন্তব্যে অনেকেই সমর্থন জানিয়েছেন। একদিকে সৌমিতৃষাকে ‘পুঁটি মাছে’র সঙ্গে তুলনা করেন, অন্যদিকে অরিত্র বনিক নাম না করেই সৌমিতৃষাকে চাঁচাছোলা ভাষায় বিঁধেছেন।
source: tv9bangla . com