বহুদিন পর এক ফ্রেমে ‘ইষ্টি কুটুম’ সিরিয়ালের বাহা-কমলিকা! অঙ্কিতার জন্মদিনে ছবি পোস্ট রনিতার

বাহা-কমলিকা

মনে পড়ে  ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের কথা? এই মেগা ধারাবাহিকটিকে সহজে মানুষ ভুলতে পারবে না। ২০১১ সালে স্টার জলসার পর্দায় শুরু হওয়া এই মেগা বাংলা টেলিভিশনের পাতায় আইকনিক হয়ে ওঠে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে ছিলেন অভিনেত্রী রনিতা দাস এবং অভিনেতা ঋষি কৌশিক।

সাঁওতালি মেয়ে বাহা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন রনিতা। রনিতার পাশাপাশি এই গল্পে ভিলেনও ছিল নজরকড়া। ভিলেন ‘কমলিকা’ চরিত্র অভিনয় করে দর্শকের অভিশাপ কুড়িয়েছিলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। খলনায়িকা হিসেবে নিজেকে তুলে ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন।

বাহা-অর্চি-কমলিকার একটি ত্রিকোণ প্রেমের গল্প ছিল। পর্দায় বাহার শত্রু ছিল কমলিকা। তবে হয়তো অনেকেই জানেন না পর্দায় সাপে-নেউলে সম্পর্ক থাকলেও বাস্তবে ভালো বন্ধুত্বের বন্ডিং অভিনেত্রী রনিতা দাস এবং অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর মধ্যে। সেই বন্ডিং ১৪ বছর পরও তাজা।

বাহা-কমলিকা

আজ অভিনেত্রী অঙ্কিতার জন্মদিন। আর পর্দার কমলিকার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুললেন না বাহামণি। অঙ্কিতার সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করে রনিতা লেখেন, “শুভ জন্মদিন ❤️❤️ তোমার আত্মায় আরও শক্তি..তোমার হৃদয়ে ভালোবাসা..আর তোমার জীবনে জাদু।”

বহুদিন পর তাদের আবার এক ফ্রেমে দেখে ‘ইষ্টি কুটুমের’ স্মৃতিতে ভাসলো তাদের অনুরাগীরা। কমেন্টে বক্সে অনেকেই লেখেন “বাহা আর কমলিকা।”