‘বাধ্য করা হয়েছে…আমাকে টেনে নীচে নামানো হয়েছে’, স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কেঁদে ভাসালেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়

অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়

বর্তমানে টেলি পাড়ায় চর্চায় উঠে এসেছে বাংলা টেলিভিশনের অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন। পরিচালক অরিন্দম চক্রবর্তীকে বিয়ে করে প্রথমে সব ঠিক থাকলেও পরবর্তীকালে তাদের দাম্পত্য সম্পর্ক তিক্ততায় ভরে উঠেছে। স্বামীর পরকীয়ার গল্প সকলের সামনে আনেন অভিনেত্রী।

স্বামীর বিরুদ্ধে একাধিক নারীর সম্পর্কের অভিযোগ তোলেন রিয়া। অরিন্দমের থেকে বিবাহ বিচ্ছেদ চান অভিনেত্রী। বর্তমানে মানসিক চাপ সামনে স্বামীর থেকে আলাদা হয়ে দুই সন্তানকে নিয়ে জীবন যাপন করছেন অভিনেত্রী।

কয়েকদিন আগে স্বামী অরিন্দমের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেন রিয়া। আর তারপর থেকে শুরু হয় একে অপরকে কাঁদা ছোঁড়াছুড়ি।  এরপর লাইভে এসে একাধিক অভিযোগ আনেন অভিনেত্রী। পাল্টা লাইভে এসে স্ত্রী রিয়ার বিরুদ্ধে আঙ্গুল তোলেন অরিন্দম।

লাইভে অরিন্দম রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে এবং চ্যালেঞ্জ করেন রিয়া যদি প্রমাণ করতে পারে যে তার সঙ্গে অন্য নারীদের সম্পর্ক রয়েছে তাহলে তিনি সরকারি চাকরি ছেড়ে দেবেন! পাশাপাশি অরিন্দম জানান, অভিনেত্রীকে নাকি প্রতি মাসে ৭০ হাজার টাকা দেন। তারপরেও আইনের সাহায্য নিয়ে ০ হাজার টাকার খোরপোষ দাবি করেছেন রিয়া।

অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়

আর এবার অভিনেত্রী নিজে আবারও লাইভে এসে নিজের অনুরাগীদের সঙ্গে সবকিছু বিস্তারিত শেয়ার করেছেন। লাইভে কেঁদে ফেলেন অভিনেত্রী।

রিয়া বলেন, ‘এটা হয়তো আমার শেষবারের মতো লাইভে আসা। ডিজিটালি যে কাদা ছোঁড়াছুঁড়ি চলছে সেটা সমাজের উপরও খারাপ প্রভাব ফেলছে। আমিও চেয়েছিলাম দুটো পরিবার একসঙ্গে আলোচনায় বসে শান্ত ভাবে, ঠান্ডা মাথায় এটা মিটে যাক। আজ থেকে ১২ বছর আগে যখন পথ চলা শুরু করেছিলাম তখন আমাদের মধ্যে যে সম্মান, ভালোবাসা ছিল, সেটা এখন নেই। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মননও বদলায় সেটাই হয়েছিল। তবে আমি সবটা শান্তিপূর্ণ ভাবে মিটিয়ে নিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে, সে আমার সন্তানের বাবা হিসেবে অন্তত আমাকে তাঁর জীবনে অন্য কারুর আসার খবরটা জানিয়ে, সম্মানের সঙ্গে আলাদা হতে বলুক। আর আমার সন্তানের বাবা হিসেবে নিজের দায়িত্বটুকু পালন করত ব্যাস। কিন্তু সেটা হয়নি, আমাকে টেনে নীচে নামানো হয়েছে। ওঁর জীবনে যেই আসুন তাঁকে এক্সপোজ করার আমার কোনও দরকার ছিল না। কিন্তু আমাকে এটা করতে বাধ্য করা হয়েছে। ও নোংরা অকথ্য ভাষায় আমার সঙ্গে কথা বলত। তাঁর অসুস্থ মা, আমার সন্তানদের দিব্যি দিত। এগুলোর প্রয়োজন ছিল না।’

অভিনেত্রী আরও জানান,  ‘প্রতিমাসে ৭০ হাজার টাকা আমদের ও দেয়। কিন্তু আমাকে দেয় না। যে বাড়িটিতে বসে এখনও আমি লাইভ করছি, সেটা আমার হাওড়ার ফ্ল্যাট। এটা এখনও আমার ও আমার বর্তমান স্বামীর নামে রেজিস্ট্রার। এটা কেনার কারণ ছিল আমার বাবা-মায়ের কাছে আমি সন্তান প্রতিপালন করব। কারণ ওঁর বাবা-মায়ের সঙ্গে আমার বনিবনা হচ্ছে না। তাই সেভাবে আমার স্বামী এই ফ্ল্যাটটি আমাকে কিনে দেয়। এর ইএমআই ২০,০০০ টাকা ও দেয়। আর যে মেয়েটি আমার সন্তানদের দেখে, তাঁকে ২০,০০০ টাকা দেয়, আমার সন্তানদের প্রতিমাসের স্কুলের ফি ও বাস নিয়ে ১৫,০০০। ৫,০০০ টাকা টিউশন ফি দেয়। যে দিন থেকে ও ওই সম্পর্কে জড়িয়েছে সেদিন থেকে আমার জন্য একটা টাকাও দেয় না। শুধু এবার ট্রেকিংয়ে গিয়েছিলাম সেই সময় টাকা দিয়েছিল। আর আমার সন্তানদের খাবার জন্য ১০,০০০ টাকা দেয়। তবে এটা ছাড়া আমার এই বাড়ির বিদ্যুতের বিল, সেটা অনেকটাই আসে, গ্যাসের খরচ, ফ্ল্যাটের মেনটেন্স আছে, তাছাড়া দৈনিক মুদিখানা জিনিস, তাছাড়া সন্তানদের নাচ, গান, আঁকা, সেই সব আছে। তাছাড়াও বাচ্চা ও পরিবারদের নিয়ে ঘুরতে যাওয়ার মতো সব কাজ করি। আমার জিমের টাকা, গাড়ির ইএমআই সবটাই আমাকে দিতে হয়। সেই খরচাটাও অনেক বড়।’

সুত্রঃ https://bangla . hindustantimes . com/entertainment/riya-ganguly-opens-up-again-after-husband-arindam-chakraborty-s-live-31754119680698.html