২৬ বছরের বৈবাহিক জীবন! স্বামী সঞ্জয়ের জন্মদিনে আদুরে শুভেচ্ছা বার্তা জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত

ঋতুপর্ণা সেনগুপ্ত

অভিনয়, সংসার, মাতৃত্ব সব দায়িত্বই সমানতালে সামলে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি স্বামী সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন। ৬ অক্টোবর, ছিল সঞ্জয় চক্রবর্তীর জন্মদিন। আর বরের জন্মদিন উপলক্ষে ছবি পোস্ট করে বরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা।

আজও তাদের একসাথে দেখলে মনে হয় এভারগ্রিন জুটি। ২৬ বছরের বৈবাহিক জীবনে একে অপরের পাশে থেকেছেন তারকা জুটি। ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর ছোট বেলাকার বন্ধু সঞ্জয়কে বিয়ে করেন ঋতুপর্ণা।

ছোটবেলা থেকেই তাঁরা একে-অপরকে চিনতেন। বন্ধুত্ব থেকেই ভালোবাসা। আর তারপর বিয়ে। সঞ্জয় মোবিঅ্যাপস নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও। কাজের সূত্রে সিঙ্গাপুরেই থাকেন সঞ্জয়।

সঞ্জয় ও ঋতুপর্ণার দুই সন্তান, ছেলে অঙ্কন ও মেয়ে নিয়া’র জন্ম ও পড়াশোনাও সিঙ্গাপুরেই। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, “তখন আমি সপ্তম শ্রেণির। ও ক্লাস টেনে পড়ে। তখন থেকে আমাদের বাড়িতে যাওয়া আসা। বরাবরের গুরুগম্ভীর। পড়াশোনায় ভাল। পরে বিদেশে পড়তে গেল। আমার বাবার একটাই চাওয়া, ছেলেকে শিক্ষিত হতে হবে। মায়ের দাবি, ছেলে ভালো পরিবারের হওয়া চাই। সঞ্জয় তাই যখন বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল মা-বাবা দ্বিতীয় বার ভাবেনি।”

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)