২০১৮ সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাডমিশন নিয়েছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তারপর ২০২০-২০২১ সালটি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে কাটছে। করোনাকালে মানুষে পাশে দাঁড়ানো থেকে শুরু করে মানসিক চাপ, এবং শারিরীক অসুস্থতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী কিন্তু হার মানেননি অভিনেত্রী। করোনাকালে ভার্চুয়ালি ক্লাস ছিল একমাত্র পথ। সেই পরিশ্রমে আজ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হলেন অভিনেত্রী। নিজের সাবজেক্টে ছিনিয়ে নিলেন সেরার শিরোপা।
গৃহবন্দী থাকাকালীন অনলাইনে ক্লাস করতেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। মাঝপথে অসুস্থ হয়ে পড়েন, ভর্তি হতে হয় হাসপাতালে। দুটো সার্জারি কিন্তু এইসব কিছু অভিনেত্রীকে থামিয়ে রাখতে পারেনি। হাসপাতালে বসে ক্লাস চালিয়ে গিয়েছেন। আজ পুরস্কার পেয়ে সব কষ্ট সার্থক।
View this post on Instagram
মেয়ের এত বড় সাফল্যে গর্বিত মা শতরূপা স্যানাল। ফেসবুকে মেয়ের খুশির খবর পোষ্ট করে লেখেন, “আজ ঋতাভরী UCLA (University of California) থেকে গ্রাজুয়েট হল। দুটো সার্জারি, লকডাউনের মানসিক চাপ, সব কিছু কে মোকাবিলা করেই একটানা ক্লাস করত কাক ভোর থেকে! পুরো অনুষ্ঠান টাই ছিল অনলাইন। আমি উপস্থিত থেকে দেখলাম!! মেয়ে এই বছরের সেরার পুরস্কার জিতল, তারও গৌরবের সাক্ষী রইলাম”।
ঋতাভরী জানান, মা ভেবেছিল আমি প্রথম হব। কিন্তু আমার মনে হয়নি, তবে খুশি ছিলাম গ্র্যাজুয়েট হব ভেবে। আমি ১০০০ ডলারের সার্টিফিকেট পাচ্ছি প্রথম হওয়ার জন্য। আর গ্র্যাজুয়েট হওয়ার সার্টিফিকেট তো আছেই। মা আজ ভীষণ খুশি”।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাকটিং ফর ক্যামেরা প্রোগ্রাম’ নিয়ে পড়াশুনো করতেন অভিনেত্রী। আর সেখানেই প্রথম পুরস্কার জেতেন। শোনা যাচ্ছে, ক্যালিফোর্ণিয়া থেকে হলিউডে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর ঋতাভরী প্রোজেক্ট “কালার্স অফ সাইলেন্স” হলিউডের প্রোজেক্টে থাকতে পারে”।
অভিনেত্রী এত বড় জয়ের প্রশংসা এবং শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা এবং বন্ধুদের সঙ্গে কেক, অনলাইন অনলাইন পার্টি করে নিজের জয় সেলিব্রেট করছেন অভিনেত্রী।