গত বছরই বলিউডের চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এবছর ‘ভ্যালেন্টাইনস ডে’ উপলক্ষে প্রেমিকের সঙ্গে ছিল বিশেষ পরিকল্পনাও। এমনকি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর একটি সিরিজে শুটিংও চলছিল তার। তবে সবকাজই পন্ড হয়ে গেল অভিনেত্রীর।
আচমকা কি এমন হল অভিনেত্রী সাথে? জানা যাচ্ছে, পায়ে গুরুতর চোট লাগার কারনেই সমস্ত প্ল্যান বানচাল হয়ে যায় অভিনেত্রীর। ভ্যালেন্টাইনস ডের দিনই অর্থাৎ শুক্রবার ভোরে বাড়ির সিঁড়ি থেকে হোঁচট খেয়ে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন ঋতাভরী।
এই প্রসঙ্গে অভিনেত্রীর মা শতরূপা সান্যাল আনন্দবাজার অনলাইনের কাছে জানিয়েছেন, ‘বীভৎস ভাবে পা ফুলে গিয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে উঁচু জায়গায় পা তুলে রাখতে হয়েছে তাঁকে। সঙ্গে অনবরত বরফ দেওয়া হচ্ছে।’
আপাতত চিকিৎসা চলছে তার। খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন অভিনেত্রী। এই মুহূর্তে বিশ্রামেই রয়েছেন ঋতাভরী। সুস্থ হলে আবারও শুটিং ফ্লোরে ফিরবেন বলে জানা গিয়েছে।