সুখবর! চুপিসারে বাগদান সারলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

ঋতাভরী চক্রবর্তী

টলিপাড়ার অন্দরমহলে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর প্রেম নিয়ে গুঞ্জন ছড়ালেও গতবছরই সুমিত আরোরার সঙ্গে প্রেমের সম্পর্কে সিলমোহর দেন ঋতাভরী। এবার চুপিসারে বাগদানও সারলেন ঋতাভরী। গত সোমবারই আংটি বদল করে সুমিত- ঋতাভরী জুটি।

সম্প্রতি এনগেজমেন্টের মিষ্টি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋতাভরী লেখেন, ‘আমরা সারাজীবন একে অপরকে বিরক্ত করার ও ভালোবাসার পরিকল্পনায় রাজি হয়েছি। আমি ও আমার মিস্টার রাইট।’

স্টুডিওপাড়ার অন্দরের খবর অনুযায়ী, চলতি বছরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি। ডিসেম্বর মাসে তাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা রয়েছে তাদের। বাঙালি ও পঞ্জাবি দুই মতেই বিয়ে হবে এমনতাই জানা যাচ্ছে।

ডেস্টিনেশন ওয়েডিং অনুষ্ঠান ঘরোয়া ভাবে করলেও তাদের রিসেপশন পার্টি হবে জাঁকজমকপূর্ণ ভাবেই।

সমিত আরোরা পেশায় একজন লেখক, বলিউডের বেশকিছু ছবি‌ ও সিরিজের সংলাপ লিখেছেন সুমিত। তার মধ্যে ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ও সিরিজ ‘ফ্যামিলি ম্যান’-এর মতো ছবির সংলাপও লিখেছেন সুমিত।