পর্দায় ফের মুখ্য চরিত্রে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

ঋতাভরী চক্রবর্তী

পর্দায় আরও একবার ফিরছে টেলি সিরিজের ঘরানা। ‘হইচই’-এর হাত ধরে আসছে এক নতুন টেলি সিরিজ। পারিবারিক গল্পের অজানা কাহিনী ফুটে উঠবে এই গল্পে। যার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে।

সিরিজে অন্যান্য চরিত্রে দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায়, মল্লিকা মজুমদার, শুভ্রজিৎ দত্ত, আর্য দাশগুপ্তকে। এছাড়াও থাকবেন টলিপাড়ার একাধিক চেনা মুখ। যদিও সিরিজের নাম এখন চূড়ান্ত হয়নি।

সম্প্রতি ঋতাভরীর পায়ে চোট লাগার কারণে শুটিং-এ আসতে পারছেন না অভিনেত্রী। তবে খুব শীঘ্রই কাজে ফিরবেন অভিনেত্রী।

ইতিমধ্যেই ঋতাভরীর আরও একটি সিরিজ ‘বিধি বাম’-এর শুটিংও চলছে পাশাপাশি। সেখানেও এক বিধবা নারীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। পর্দায় নতুন নতুন রুপে অভিনেত্রীকে দেখার অপেক্ষায় দর্শকমহল।