‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের পর কি আর বাংলা সিরিয়ালে ফিরবেন ললিতা? মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, বাংলা চলচ্চিত্র জগতের একজন দাপুটে অভিনেত্রী। টলিউড থেকে বলিউডে কজা করেছেন। তবে অভিনেত্রীর ক্যারিয়ারের জার্নি শুরু হয়েছিল  স্টার জলসার ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের হাত ধরে।

সেই ধারাবাহিকের প্রথম পরিচিতি পান। এরপর আর ছোটপর্দায় তাকে দেখা যায়নি। আর কি কোনদিন বাংলা সিরিয়ালে ফিরবেন ঋতাভরী?

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এই বিষয়ে অভিনেত্রী জানান, ‘আমার সেটা মনে হয়না আমি আর কোনও দিন সিরিয়াল করব। ওগো বধূ সুন্দরীর পরে ও রকম  টিভি সিরিয়াল আর কটা হয়েছে? হলেও হয়তো হাতে গোনা। ওই রকমভাবে মানুষের মন জয় করার মতো আমি এখন আর দেখি না। যদিও ভবিষ্যতে ওরকম কোনও গল্প পাই অবশ্যই আমি ভেবে দেখব। তবে বাংলা টেলিভিশনে কাজ করতে হলে অনেকটা সময় দিতে হয়, যেটা সিনামে করার জন্য মুশকিল হয়ে পরে। আমার সিনেমা, ফিল্ম কেরিয়ার পাশাপাশি বাংলা সিরিয়ালে ব্যালেন্স করতে পারব বলে আমার তো মনে হয় না।’