সুখবর! এবার বলিউডে পা রাখলেন বাংলা সিরিয়ালের অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়

 রিয়া গঙ্গোপাধ্যায়

অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়, ছোটপর্দার পরিচিত মুখ হলেও নিজের অভিনয়ের দক্ষতায় কাজের পরিধি বাড়িয়েছেন। ২০২৪ সালটা অভিনেত্রীর জীবনে ঝড় বয়ে গেলেও একা হাতে দুই সন্তানকে সামলে সমানতালে কাজ করে গেছেন। কিছুদিন আগেই শাকিব খানের সঙ্গে ওপার বাংলার ছবি ‘বরবাদ’-এ কাজ করেছেন‌ রিয়া।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন পথ চলার খবর দিলেন অভিনেত্রী। টলিউড ছেড়ে এবার বলিউডে পাড়ি দিলেন রিয়া। ‘রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে আসছে ধীরাজ কুমার পরিচালিত হিন্দি ছবি ‘বিহান’। নারীশক্তিকে কেন্দ্র করে এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিয়া।

ছবি প্রসঙ্গে আজকাল ডট ইন কে রিয়া জানান, ‘১৫ বছরের চেষ্টা আর ভগবানের আশীর্বাদে আজ এই জায়গায় এসে পৌঁছেছি’। এই মুহূর্তে ছবি শুটিংয়ের কাজেই ব্যস্ত আছেন রিয়া।

তবে কি আর কোনদিন টলিউডে ফিরবেন না অভিনেত্রী? রিয়ার কথায় জানা যায়, দুই মাধ্যমেই চুটিয়ে কাজ করতে চান তিনি। তবে আপাতত ছবিতে নিজেকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে চান অভিনেত্রী।