নতুন অধ্যায়ে পা রাখছেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়

রিয়া গঙ্গোপাধ্যায়

ছোট পর্দার অতি পরিচিত মুখ অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। যাকে এই মুহূর্তে জি-বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে দেখছেন দর্শক। টেলিপাড়ার গুঞ্জনে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, রিয়া ও অরিন্দমের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এমনকি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারা। তবে এবার বিচ্ছেদের যন্ত্রণার মাঝেই সুখবর দিলেন অভিনেত্রী রিয়া।

সরাসরি ওপার বাংলার সুপারস্টার শাকিব খানের সঙ্গে একই ছবিতে অভিনয় করছেন রিয়া। ছবির নাম ‘বরবাদ’। আর এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন রিয়া।

ছবি প্রসঙ্গে আজকাল ডট ইন-কে রিয়া জানান, ‘এই চরিত্র নিয়ে বিশেষ কিছু বলতে না পারলেও এটুকু বলতে পারি সম্পূর্ণ ইতিবাচক একটি চরিত্র। যে চরিত্রকে দেখে চোখের জল ফেলতে বাধ্য হবেন দর্শকেরা। এখনও বেশ কিছুদিনের শুটিং বাকি, শাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়নি আমার তবে নতুন বছরে নিশ্চয়ই দেখা হবে এবং অনেক গল্প হবে। ইধিকার সঙ্গে খুব ভাল সম্পর্ক হয়ে গিয়েছে কয়েকদিনেই। আমরা দুই বোনের চরিত্রে অভিনয় করছি। খুব মিষ্টি একটি চরিত্র। কলকাতা, মুম্বই এবং বাংলাদেশে এই ছবির শুটিং হচ্ছে। ২০২৫-এর ঈদে এই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছি।’

শাকিব খান

স্বামীর সঙ্গে দূরত্ব বাড়লেও এই মুহূর্তে নিজের দুই সন্তান ও কাজ নিয়েই বাকি জীবনটাকে সাজিয়ে নিতে চান রিয়া।