ছোটপর্দার হাত ধরে নিজের অভিনয় শুরু করলেও আজ বড়পর্দায় নিজের ক্যারিয়ার গড়েছেন অভিনেত্রী ইধিকা পাল। দেবের ছবিতে পর পর অভিনয় করবেন ইধিকা। তবে কিছুদিন ধরে তাকে নিয়ে সমালোচনার ঝড় নেটদুনিয়ায়। তার এক সাক্ষাৎকারে ঘিরে জোর চর্চা।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে ইধিকা আর সোহমের নতুন ছবি ‘বহুরূপী’। আর এই ছবি মুক্তির পর একটি সাক্ষাৎকার দিতে দেখা যায় ইধিকাকে। এই ছবির একটি দৃশ্যে ছৌ নৃত্য দেখানো হয়। সেই অভিজ্ঞতা শেয়ার করার সময় ছৌ নাচকে ‘ছাউ নাচ’ বলে ফেলেন অভিনেত্রী। ইধিকার উচ্চারণ নিয়ে তীব্র সমালোচনা হয়।
তবে এবার সেই সমালোচনার পাল্টা জবাব দিলেন ইধিকা। অভিনেত্রী নিজের উচ্চারণ ভুল বলতে নরাজ। আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, “আসলে এই বিষয়ে আমার কিছুই বলার নেই। কেনই বা এত উত্তর দেব? যে যা ভাবছে ভাবুক। এত কথা এই নিয়ে বললে তো বিষয়টা আবারও অতিরিক্ত গুরুত্বপূর্ণ বলে মনে হবে। ইংরেজিতে ওই নাচের ফর্মটি যেভাবে উচ্চারণ করা হয়, সেভাবেই সাক্ষাৎকারে করেছিলাম। এবার যদি কেউ ভাবেন যে সাক্ষাৎকারটি বাংলায় ছিল, তাই বাংলায় কথা বলতে হবে, সেটা তো এমনিতেই করেছি। মাঝে কিছু ইংরেজি চলতি শব্দ ব্যবহার করলে এত সমস্যা তৈরি হওয়ার তো কথা নয়। এটা নিয়ে কী বলি বলি বলুন তো! সত্যিই কিছু বলাই নেই।”