তৃণা’র জয়জয়কার! বলিউডের সোনু সুদের হাত থেকে পুরস্কার পেলেন অভিনেত্রী

তৃণা

ছোটপর্দার হাত ধরেই বাংলা চলচ্চিত্র জগতে খ্যাতি পেয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। একসময় একাধিক ধারাবাহিকে অভিনয় করছেন। তার অভিনীত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল ‘খড়কুটো’। এই ধারাবাহিকের জন্য তাকে আজও রাস্তাঘাটে দর্শক ‘গুনগুন’ বলেই ডেকে থাকেন।

এই ধারাবাহিকের পর তার জনপ্রিয়তা আরও দ্বিগুণ বেড়ে যায়। একের পর এক খ্যাতনামা ওয়েব সিরিজে কাজ করছেন অভিনেত্রী। বড়পর্দায়ও কাজ করছেন। বলাই বাহুল্য, ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তৃণা। তবে এবার নিজের জীবনে বড় সাফল্য পেল।

সম্প্রতি বলিউড হিরো সোনু সুদের হাত থেকে পুরস্কার পেলেন নিজের ওয়েব সিরিজের জন্য। ‘মিল্কশেক মার্ডারস সিরিজের জন্য এবার ‘স্টার জেড’ তরফ থেকে অ্যাওয়ার্ড পেলেন তৃণা। আর সবচেয়ে বড় ব্যাপার হল সোনু সুদ, যাকে সকলে ঈশ্বর মনে করেন আর তার হাত থেকে পুরস্কার পেয়ে আপ্লুত তৃণা।

সেই ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করে তৃণা লেখেন, ‘এটি গতকাল রাতে ঘটেছে… মিল্কশেক মার্ডারের জন্য পুরস্কৃত হয়েছে। এটি আপনার সকলের প্রতি যায় ❤️❤️ অনুপ্রেরণার কাছ থেকে এই বিশেষ পুরষ্কারটি পাওয়া @sonu_sood এটিকে আরও বিশেষ করে তুলেছে’।