স্টার জলসার ‘উড়ান’ ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলন অভিনেত্রী রত্নপ্রিয়া দাস। এই ধারাবাহিকে প্রতীক সেনের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
স্টার জলসার পর এবার সান বাংলার হাত ধরে ফের ছোটপর্দায় ফিরছেন রত্নপ্রিয়া। টলিপাড়ার অন্দরের খবর, এবার আর নায়িকার চরিত্রে থাকছেন না তিনি। বরং পার্শ্বচরিত্রে ফিরছেন অভিনেত্রী।
সান বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘রূপমতী’। রূপকথার গল্পকে কেন্দ্র করে আসছে এই মেগা। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়িতা সান্যালকে। জানা যাচ্ছে, রূপমতীর মায়ের চরিত্রে গল্পে দেখা যেতে চলেছে রত্নপ্রিয়াকে। ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি সম্প্রচারিত হবে এই মেগা।