১৪ বছর পর আবার ‘বাহামণি’ রুপে স্টার জলসার পর্দায় অভিনেত্রী রণিতা দাস

 অভিনেত্রী রণিতা দাস

২০১১ সালে স্টার জলসার পর্দার হাত ধরে পর্দায় এসেছিল ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিক। যা টানা ৫ বছর ধরে পর্দায় তুমুল সাফল্যের সাথে সম্প্রচারিত হয়েছিল। প্রথমে বাহামনি চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিল অভিনেতা রণিতা দাস।

যদিও ধারাবাহিকের মাঝপথে শারীরিক সমস্যার জন্য ছেড়ে দেন রণিতা। এরপর অন্য অভিনেত্রীকে তার জায়গায় আনা হয়। তবে বাহামণি হিসাবে আজও দর্শকের মাথায় প্রথমে রণিতার নামই আসে।

বহু বছর তাকে কোনও বাংলা সিরিয়ালে দেখা যায়নি। তবে এবার স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডে থাকতে চলেছেন রণিতা। বাহামণির রুপেই আবার স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডে দেখা যাবে। ৫ বছর পর আবার রণিতার মুখে পলাশবনির ভাষা শুনে আর তার বাহামণির লুকে দেখে ভীষণ খুশি হয়েছেন ভক্তরা।