টেলি থেকে বলি চারিদিকে তারকাদের ঘরে নতুন সদস্য আসার সুখবর শোনা যাচ্ছে। আবারও এক অভিনেত্রীর মা হওয়ার সুখবর শোনা যাচ্ছে। বেশ কিছুদিন আগেই অভিনেত্রীর গর্ভবতী হওয়ার সুখবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে বলে রাখি, তিনি কিন্তু টলিউড অভিনেত্রী নয়, বরং বলিউডের জনপ্রিয় নায়িকা।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। যদিও অনেক পরে তিনি সেই সুখবর শেয়ার করে নেন একটি ছবির মাধ্যমে। সন্তানকে স্তন্যপান করানোর একটি ছবি শেয়ার করে লেখেন, ‘জন্মের এক সপ্তাহ পর আমার প্রথম ওয়ার্ক মিটিং। খুদেকে স্তন্যপান করাতে করাতে।’
২০১২ সালে সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরকে আইনি ভাবে বিয়ে সেরেছিলেন রাধিকা। বিয়ের ১২ বছর পর সন্তান সুখলাভ করলেন রাধিকা। অভিনেত্রী ছবি শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা ভরে ওঠে। ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত মেরি ক্রিসমাস ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে।
View this post on Instagram