‘জল নূপূর’ ধারাবাহিকের পর ফের স্টার জলসার নতুন ধারাবাহিকে অভিনেত্রী প্রিয়া পাল

অভিনেত্রী প্রিয়া পাল

বাংলা  বিনোদন জগতের একজন অতি পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়া পাল। যিনি একসময় দর্শকের ভীষণ প্রিয় একজন অভিনেত্রী ছিলেন। ‘কোজাগরী, ‘চোখের বালি’র মতো ধারাবাহিকে দাপিয়ে অভিনয় করেছেন।

প্রিয়া সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন ‘জল নূপূর’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে তার অভিনীত মিমি চরিত্রটি দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। তবে আচমকাই কলকাতা ছেড়ে চলে যান এবং অভিনয় জগতকে বিদায় জানান।

বাবার অ্যাক্সিডেন্ট হওয়ায় প্রায় ৬ বছর বাদে কলকাতায় ফিরে এসে অভিনয়ে যোগ দেন। জগদ্ধাত্রী ধারাবাহিকে খলনায়িকা দিব্যা সেন চরিত্রে দারুণ জনপ্রিয়তা পান। তবে এবার আরও এক নতুন ধারাবাহিকে তার দেখা মিলবে। তবে এবার জি-বাংলার হাত ছেড়ে স্টার জলসার হাত ধরতে চলেছেন। একসময় তিনি স্টার জলসার অভিনেত্রীই ছিলেন।

খুব সম্ভবত ‘জল নূপুর ধারাবাহিকের পর আবার  স্টার জলসার চ্যানেলে ফিরতে চলেছেন। তাকে দেখা যাবে তৃণা সাহার নতুন ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’-এ। তবে কোন চরিত্রে তিনি অভিনয় করবে তা জানা যায়নি।