কখনও ‘গোয়েন্দা গিন্নি’র ‘মিনি তো আবার কখনও ‘ত্রিনয়নী’র ‘কামিনী’, এই পরিচয়েই বেশিরভাগ মানুষ তাকে চেনেন। কথা হচ্ছে অভিনেত্রী প্রিয়া মালাকার কে নিয়ে। অল্প বয়সেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন প্রিয়া। সান বাংলায় অনুষ্ঠিত ‘কন্যাদান’ ধারাবাহিকে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী।
কিন্তু জানেন কি? অভিনেত্রী ছাড়াও আরও একটি পরিচয় আছে তার। বর্তমানে তিনি এখন হাইকোর্টের আইনজীবী। অভিনয় করা চলাকালীন আচমকাই আবারও পড়াশুনার জগতে ফেরার বড় সিদ্ধান্ত নিলেন প্রিয়া। ওকালতি পাস করে সদ্যই আইনজীবীর পেশায় নিযুক্ত হয়েছেন তিনি।
অভিনয়ের পাশপাশি আইন নিয়ে পড়াশোনা করেছিলেন এই অভিনেত্রী। পাশাপাশি দক্ষ নৃত্যশিল্পী হওয়ার কারণে অভিনয়ের সুযোগও পান তিনি। আর তারপরই শুরু হয় তার অভিনয় জীবনে পথ চলা।
সম্প্রতি এই প্রসঙ্গে TV9 বাংলার এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এককথায় সমাজের কারণেই তিনি আইনজীবী হতে চান। কারণ সমাজের নানা কটু কথা শুনতে হয়েছিল তাকেও। ‘মা-মেয়ে কোথা থেকে রাত কাটিয়ে এল!’ এমন কথাও শুনতে হয়েছে তাকে। এতকিছুর পরেও সমাজে মাথা উঁচু করে বাঁচার লড়াইয়ে নিজের জায়গা করে নিয়েছেন অভিনেত্রী।