
আচমকাই নিজের বাড়ির লিফটে আটকা পড়লেন অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। হঠাৎ কি এমন দুর্ঘটনা ঘটে অভিনেত্রীর সাথে? শ্যুটিং থেকে বাড়ি ফিরতেই নাজেহাল অবস্থা হয় অভিনেত্রীর। সম্প্রতি প্রেরণা নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সবটাই জানান অনুরাগীদের।
অভিনেত্রীর কথায় জানা যায়, প্রতিদিনই ফ্ল্যাটের লিফটে করে ওঠা নামা করেন তিনি। সেদিনও সবে মাত্র শুটিং থেকে ফিরে লিফটে উঠতে যাচ্ছিলেন, ঠিক সেই সময়তেই লিফটের দরজা খুলতেই ঘটে বিপত্তি। হঠাৎই হাত থেকে তার গাড়ির চাবিটা, লিফটের গেটের মাঝখান দিয়ে নীচে পড়ে যায়।
শেষ পর্যন্ত বাড়ির কেয়ার টেকারের সহায়তায় সেই চাবি উদ্ধার করতে পারেন প্রেরণা। কেয়ার টেকারের কথায় লিফট গ্রাউন্ড ফ্লোর থেকে কিছুটা উঠতেই লিফটের দরজা খুলে দেন, যথারীতি লিফট সেই মুহূর্তে বন্ধ হয়ে যায়। আর সেই ফাঁক দিয়ে কেয়ার টেকার নীচে নেমে কুড়িয়ে আনেন নায়িকার গাড়ির চাবি। এরজন্য ভিডিওতে কেয়ার টেকার কে ধন্যবাদও জানান প্রেরণা।