প্রথমবার সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন প্রীতি-রাহুল

প্রীতি-রাহুল

মেয়েদের ‘রাত দখল’-এর প্রতিবাদের মাঝেই রাহুল আর প্রীতির ঘরে এলো লক্ষ্মী। গত বুধবার দুপুরে এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘ধুলোকণার মিনি ওরফে অভিনেত্রী প্রীতি বিশ্বাস।

প্রীতি মা হওয়ার খবর প্রথমে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রীর স্বামী অভিনেতা রাহুল মজুমদার। প্রথম বাবা হওয়ার খুশি সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের নায়ক।

সেপ্টেম্বর মাসে ডেলিভারি হওয়ার কথা ছিল তবে সময়ের আগেই প্রীতি-রাহুলের সন্তান ভূমিষ্ঠ হয়। এবার বাড়ি ফিরে সন্তান ছবি সামনে আনলেন রাহুল-প্রীতি। মুখ না দেখালেও মেয়ে কোলে প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন নিজেদের ছোট লক্ষ্মীকে। ছবি শেয়ার করে রাহুল লেখেন, ‘ওয়েলকাম প্রিন্সেস’।