একসময় জনপ্রিয় নায়িকা হলেও আজ হাতে নেই কাজ! ‘সময়টা খারাপ হলে যা হয়’, মুখ খুললেন অভিনেত্রী প্রত্যুষা পাল

অভিনেত্রী প্রত্যুষা পাল

টলিপাড়ার চেনা মুখ ছিলেন অভিনেত্রী প্রত্যুষা পাল। অল্প বয়সেই পা রেখেছিলেন অভিনয়ের জগতে। তবু মনে রেখো, রেশম ঝাঁপি, জয় কালী কলকাত্তাওয়ালি, এসো মা লক্ষ্মী সহ একাধিক ধারাবাহিকে নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন।

তবে চলার পথ খুব একটা মসৃন ছিল না, প্রতিকুলতার মধ্যে দিয়েই পথ চলা শুরু হয়েছিল তার। পর্দা থেকে এখন অনেকটাই দূরে অভিনেত্রী, যদিও তাতে তার জনপ্রিয়তা কিছু কমেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

প্রত্যুষা জানিয়েছেন, সে তার মত করে চেষ্টা করে গেলেও কনভাবেই সেটা কাজে লাগছে না। সময়টা খারাপ হলে যা হয়। তবে অভিনয় ছাড়া কোথাও যাবেন না এমনটাই জানিয়েছে সে। আপাতত ধৈর্য নিয়ে অপেক্ষায় আছে সে। ওটিটি, সিরিয়াল, সিনেমা যেটাতেই সুযোগ পাবেন সেটাতেই কাজ করতে ইচ্ছুক অভিনেত্রী।

প্রত্যুষার কথায়, বর্তমান পরিস্থিতিতে মেন্টালি আনস্টেবেল মনে করছে সে, তাই নিজেকে সামলানোর চেষ্টা করে চলেছে সে। এক ধাক্কায় অনেকটাই বড় হয়ে গেছে সে। নেগেটিভ চিন্তা মাথাতে আসলেও নিজেকেই রাস্তা খুঁজে নিতে হবে তা সে ভালোভাবেই জেনেছে।

তবে খারাপ সময় কিছু ভক্তদের পাশে পেয়েছিলেন তিনি। সেই সাথে মা হলেন অভিনেত্রীর বেস্ট ফ্রেন্ড। অভিনেত্রী আরও জানান, অভিনয়ে না থাকতে পারলে ভবিষ্যৎ এ সিনেমাটোগ্রাফার হওয়ার ইচ্ছা রয়েছে তার। এমনকি তা নিয়ে পড়াশোনাও শুরু করারও ইচ্ছা আছে প্রত্যুষার।