বড় চমক! এবার সপ্তপদীর ‘রিনা ব্রাউন’ ওরফে সুচিত্রা সেনের ভূমিকায় অভিনেত্রী পায়েল সরকার

পায়েল সরকার

এবার সুচিত্রা সেনের ভূমিকায় অভিনেত্রী পায়েল সরকার। ‘সপ্তপদী’ ছবিতে ‘রিনা ব্রাউন’ এর চরিত্রে সেজে উঠবেন পায়েল। গত ১৩ এপ্রিল রবিবার উজ্জ্বল চট্টোপাধ্যায়ের রচনা বিন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘সপ্তপদী’ মঞ্চস্থ হয়েছে। সেখানেই মহানায়িকার চরিত্রে দেখা গেল পায়েল সরকারকে।

রিনা ব্রাউন এর চরিত্রে অভিনয় করতে কতটা উৎসাহিত ছিলেন অভিনেত্রী? এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে পায়েল জানান, ‘পান থেকে চুন খসলে দর্শকদের একটা মার বাইরে পড়বে না! এর আগেও খ্যাতনামীদের সঙ্গে মঞ্চাভিনয়ের ডাক পেয়েছি। পারব কি পারব না— এই ভয়ে রাজি হইনি। উজ্জ্বলদা দায়িত্ব নিয়েছেন বলেই রাজি হয়েছি।’

রিনা ব্রাউন হয়ে উঠতে কতটা প্রস্তুতি নিতে হয়েছিল পায়েলকে? উত্তরে পায়েল বলেন, ‘যতই ছবির প্রত্যেক দৃশ্য মুখস্থ থাক। আমি তো জানি, কিছুতেই সুচিত্রা সেন হয়ে উঠতে পারব না!’

মঞ্চে ‘সপ্তপদী’র আইকনিক গান- ‘এই পথ যদি না শেষ হয়…’তে কি লিপ মেলাতে দেখা যাবে অভিনেত্রীকে? পায়েল জানান, ‘উত্তমকুমার থাকলে যে করে হোক ওই গান মঞ্চস্থ করাতাম। ঠোঁটও মেলাতাম।’

গানে লিপ না মেলালেও নেপথ্য সঙ্গীত হিসাবে নাকি শোনা যাবে এই ছবির আইকনিক গানটি। মঞ্চে ‘কৃষ্ণেন্দু’র ভূমিকায় থাকবেন দীপ। ছবি বিশ্বাসের চরিত্রে দেখা যাবে দুলাল লাহিড়িকে। ‘রিনা’র মায়ের ভূমিকায় দেখা যাবে দোলন রায়কে।