অভিনেত্রী পায়েল দে মানেই দর্শকের মাথায় প্রথমে আসে দেবী দুর্গা অথবা মা কালী। দুর্গা ধারাবাহিকে তার অভিনয় আজও দর্শক ভুলতে পারেননি। স্টার জলসার ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে মা কালী চরিত্রে অভিনয় করেছেন তিনি।
তবে আচমকাই অভিনেত্রীর কালী রুপে ছবি ভাইরাল। আবার কোন ধারাবাহিকে পর্দায় তাকে কালী রুপে দেখতে পাবেন দর্শক? নতুন কোনও ধারাবাহিকে নয়, বরং বর্তমানে সান বাংলায় ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে অভিনয় করছেন পায়েল। আর সেই ধারাবাহিকেই তাকে কালী রুপে দেখা যাবে।
আসলে ধারাবাহিকের গল্পে নতুন মোড় আসতে চলেছে। গল্পে এবার অন্যরকম ভাবে দেখা যাবে নায়িকা আলোকে। অপরাধীদের শাস্তি দিতেই কালী রুপেই হাজির হবে আলো।