বর্তমানে প্রথম সারির বিনোদন চ্যানেলে না থাকলেও অভিনেত্রী পায়েল দে-কে কখনই ভুলতে পারবেন না বাঙালি দর্শকেরা। কারণ ‘দুর্গা’ থেকে ‘দেশের মাটি’ উজ্জয়ীনীর অভিনয় যে দর্শকের মনে আজও গেঁথে রয়েছে।
টিভির পর্দায় দর্শকের ঘরে ঘরে পায়েল কখনো দেবী দুর্গা, কখনো বেহুলা আবার কখনো একজন মা হয়ে উঠেছেন। প্রত্যেকটি ধারাবাহিকে তার অভিনয় অতুলনীয়। বর্তমানে তাকে দেখা যাচ্ছে ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে মা কালীর রুপে। তবে জানেন কি আজকের দিনটি পায়েলের জন্য খুব বিশেষ একটি দিন।
আজ অভিনেত্রী পায়েল দে’র শুভ জন্মদিন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 1986
আজকের এই বিশেষদিন নিজের পরিবার এবং একমাত্র ছেলের সঙ্গেই উপভোগ করছেন পায়েল। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী নিজেকে নিজেই শুভেচ্ছা জানিয়েছেন।
View this post on Instagram