খালি গলায় ‘সখী ভাবনা কাহারে বলে’ গাইলেন ছোটপর্দার পর্ণা, পল্লবীর গান শুনে অবাক নেটিজেন

অভিনেত্রী পল্লবী শর্মা

অভিনেত্রী পল্লবী শর্মা, বর্তমানে সিরিয়াল্প্রেমীদের কাছে পর্ণা হিসাবে পরিচিত। কিছুদিন আগে শেষ হয়েছে জি-বাংলার নিম ফুলের মধু। আর তার পর থেকেই পল্লবীকে ছোটপর্দায় মিস করছেন দর্শক।

পল্লবী শর্মা একটু আলাদা ধাঁচের অভিনেত্রী। আর তার জন্যই তিনি দর্শকের খুব প্রিয় মানুষ। নিজের অভিনয় দিয়ে সবসময় দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে এবার গান করে প্রশংসা পেলেন পল্লবী।

অভিনয়ের পাশাপাশি ছোটপর্দার পর্ণা গানটাও মন্দ গায় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে খালি গলায় ‘সখী ভাবনা কাহারে বলে’ গানটি গাইলেন পল্লবী। তাদের গানের গলা শুনে অবাক ভক্তরা। পল্লবীর যেই এই গুণটিও রয়েছে সেটা জানা ছিল না। তার গান শুনে সকলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকে বলছেন পর্ণার গানের গলা খুব মিষ্টি।

 

View this post on Instagram

 

A post shared by Pallavi Sharma (@pallavi_ps_official)