বিয়ের ২ বছরের মাথায় সুখবর দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া

অভিনেত্রী পরিণীতি চোপড়া

বলিউডে খুশির হাওয়া। মা হতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। হ্যাঁ, পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা’র ঘরে শীঘ্রই আসছে নতুন সদস্য। নিজেরাই সেই সুখবর ঘোষণা করলেন।

২০২৩ সালে রাঘবকে বিয়ে করেছিলেন পরিনীতি। বিয়ের ২ বছরের মাথায় খুশির খবর ঘোষণা করলেন। দম্পতি তাদের ইনস্টাগ্রামে একটি কেকের ছবি শেয়ার করেন। কেকের উপর লেখা ১+১=৩।

ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা আশীর্বাদ ধন্য।’ আর পোস্ট শেয়ার মাত্রই শুভেচ্ছার বন্যা।

 

View this post on Instagram

 

A post shared by @parineetichopra

কিছুদিন আগে কপিল শর্মার শোয়ে এসে রাঘব চাড্ডা মজার ছলে হালকা আভাস দিয়েছিলেন। সকলে বুঝতে পেরেছিল খুব শীঘ্রই সুখবর দিতে চলেছেন তারা।