বয়স সত্তর! “ঘাড়ের সার্ভিকাল প্রায় নষ্ট… ডাক্তার জানিয়েছেন…”, স্বামীর অসুস্থতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পাপিয়া সেন

পাপিয়া সেন

শুটিং সেটে লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝে অভিনেত্রীকে হাসিখুশি অভিনয় করতে হলেও ব্যক্তিগত জীবনে স্বামীর স্বাস্থ্য নিয়ে ভীষণ চিন্তিত অভিনেত্রী পাপিয়া সেন।

বর্তমানে জি বাংলার জনপ্রিয় নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে অভিনয় করতে দেখা যাচ্ছে পাপিয়াকে। অভিনেত্রীর স্বামী বাংলা চলচ্চিত্রের প্রবীণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা সেন। বর্তমানে শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন।

অভিনেত্রী নিজেও ক্যান্সার জয় করে ফিরে এসেন কিছুদিন আগেই। তারপরও তিনি যেভাবে নিজেকে ফের ক্যামেরার সামনে মেলে ধরেছেন তা সত্যি প্রশংসনীয়। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্বামীর অসুস্থতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

পাপিয়া জানান, ‘২০১৪ সালের শুটিং করতে গিয়ে তিনি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন, সেই সময় তার পিঠে চোট লাগে। এরপর ডাক্তার দেখানো চলে চিকিৎসা চলে, সময়ের সাথে সাথে এখন বয়স বাড়ছে তাই সমস্যাটা একটু বাড়ছে। আমাদের পারিবারিক ডাক্তার আমার স্বামীর খুব যত্ন নিয়েছেন।

পরবর্তীতে আবারও পড়ে গিয়ে ঘাড়ে চোট লাগে। যা গুরুতর পর্যায়ে পৌঁছায়। অভিনেত্রীর কথায়, “এমআরআই করে জানা গিয়েছে ঘাড়ের যেখানে তিনি চোট পেয়েছেন সেটা এবারে এটা ভীষণই সিরিয়াস, অপারেশন করাতেই হত। কিন্তু আমি ভীষণ ভয় ছিলাম, কারণ উনার বয়স এখন সত্তর। আর এই বয়সে এরকম একটা সার্জারি করা ভীষণই ঝুঁকির।’

কিন্তু অবশেষে পরিবারের সকলের মতে উনার নিজের মনের জোরে অপারেশন করা হয়েছে। যেহেতু তিনি ভগবানে বিশ্বাসী এবং নাটকের লোক তাই মন থেকে ভীষণ শক্ত ছিলেন। অপারেশনে সফল হয়েছে এখন নরমালি তাকে বেডে দেওয়া হয়েছে সুস্থ রয়েছেন পরিচালক, ঢাকুরিয়ার একটি হাসপাতালে অপারেশন হয়েছে এমনটাই জানিয়েছেন তার স্ত্রী পাপিয়া।

স্বামীর অসুস্থতা থাকা সত্বেও একজন প্রকৃত শিল্পী হিসেবে অভিনেত্রী তার কাজের জায়গায় কিন্তু নিজের ব্যক্তিগত দুশ্চিন্তাকে প্রভাব ফেলতে দেননি। অভিনেত্রীর সহকর্মীরাও তাকে সাধুবাদ জানিয়েছেন।