জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘ফুলকি’। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিব্যানী মন্ডল এবং অভিনেতা অভিষেক বসু। রোহিত আর ফুলকি’র জুটি শুরু থেকেই ভালো টিআরপি দিয়ে আসছে।
এতদিন ফুলকি আর রোহিতের সম্পর্ক ভাঙার জন্য মরিয়া ছিল রোহিতের প্রেমিকা শালিনী। তবে সে এখন অতীত। তবে ধারাবাহিকে আবারও ঝড় তুলতে আসছে এক নতুন ভিলেন। কে তিনি?
‘ফুলকি’ ধারাবাহিকে আসছে রোহিতের প্রাক্তন প্রেমিকা শিনা। আর শিনা চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী অলিভিয়া সরকার। অলিভিয়া টেলিপাড়ায় চেনা মুখ। এবার দেখার বিষয় ফুলকির জীবনে কি ঝড় তুলতে চলেছেন তিনি?