ছোটপর্দায় দর্শকের পরিচিত অভিনেত্রী ময়না ব্যানার্জি। ধারাবাহিকে কখনও মায়ের চরিত্রে কখনও কাকিমার চরিত্রেই অভিনেত্রীকে দেখে অভ্যস্ত দর্শক। শাড়ি,গয়না, সংযত আচরণেই ময়নার অভিনয় বারবার নজর কেড়েছে। তাই আচমকাই চেনা রুপের বাইরে গিয়ে অভিনেত্রীকে দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে।
ট্রেন্ডিং গানে রিল ভিডিও বানিয়ে কটাক্ষের মুখে অভিনেত্রী। এমনকি ময়নার সমাজ মাধ্যমে ঢুঁ মারলেই দেখা যাচ্ছে কখনও একা কখনও অন্য অভিনেত্রীদের সাথে খোলামেলা পোশাকে নাচে মেতে উঠেছেন অভিনেত্রী। যা অনেকের চোখেই দৃষ্টিকটু লেগেছে।
সম্প্রতি মেরুন রঙের পোশাকে হিন্দি গানে নেচে রিল ভিডিও পোস্ট করতেই কটাক্ষের ঝড় ধেয়ে আসে ময়নার দিকে। নানা ধরনের কু-মন্তব্যে ভরে ওঠে কমেন্টবক্স।
কেউ লিখেছেন, “সবকিছুর একটা সময় থাকে আর সেটা তখনই মানায়, বুড়ো বয়সে ভীমরতি”। ট্রোল এখানেই শেষ নয়, কেউ আবার লিখেছেন, “এ কি নিজেকে দেখে না? সবার সামনে এইভাবে ধিরিঙ্গি নাচ নাচে, বিকট লাগে বোঝে না”।
পোশাক নিয়েও মন্তব্য করতে ছারেননি নেটিজেন। একজন মন্তব্য করেছেন, “কোন গানে কেমন পোশাক পড়তে হয় জানেন? শারিতেই ভাল লাগে আপনাকে, অযথা এসব করে নিজের সন্মান নষ্ট করবেন না।”
View this post on Instagram

