সুখবর! ‘কে প্রথম কাছে এসেছি’ সিরিয়ালের পর ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী মোহনা মাইতি

অভিনেত্রী মোহনা মাইতি

জি-বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় জনপ্রিয়তা অর্জন করেছে অভিনেত্রী মোহনা মাইতি। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে সোজা পর্দার নায়িকা হয়ে উঠেছিলেন। তার প্রথম অভিনীত ধারাবাহিক একসময় টিআরপির তালিকায় এক থেকে দুইয়ের ঘরে ঘোরাফেরা করত।

এই ধারাবাহিকের পর তাকে ‘কে প্রথম কাছে এসেছি’ সিরিয়ালে দেখা যায়। সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করেন। তবে দুর্ভাগ্যবশত এই ধারাবাহিক খুব বেশিদিন পর্দায় চলেনি। তবে শোনা যাচ্ছে আবার ফিরতে চলেছেন মোহনা।
জি বাংলার নিজস্ব প্রোডাকশানে একটি ধারাবাহিক আসতে চলেছে। আর এই ধারাবাহিকের জন্য অফার গেছে অভিনেত্রী মোহনা মাইতির কাছে। যদিও এই বিষয়ে তিনি অফিশিয়ালি এখনো কিছু জানাননি।