অভিনেত্রী স্বীকৃতি মজুমদার বাংলা টেলিভিশন একজন অতি পরিচিত মুখ। খেলাঘর, মেয়েবেলা ধারাবাহিকের হাত ধরে দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাকে ছোটপর্দায় শেষ দেখা যায় আলোর কোলে ধারাবাহিকে। মাঝে ‘আনন্দী’ ধারাবাহিকে ক্যামিও চরিত্রে তাকে দেখা গিয়েছিল।
সিরিয়ালে জনপ্রিয়তা পাওয়ার পর ওয়েব সিরিজে কাজ করেছেন স্বীকৃতি। তবে এবার নতুন ইনিংসে পা রাখতে চলেছেন অভিনেত্রী। এবার বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন।
‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’- ছবিতে ‘রাধিকা’-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যিনি পেশায় একজন গয়নার বিপণীর কর্মী।