ফের আরও একবার ছোটপর্দায় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার

অভিনেত্রী স্বীকৃতি মজুমদার

অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, বাংলা বিনোদন জগতের এক জনপ্রিয় মুখ। তার বাংলা ধারাবাহিকের সংখ্যা খুব অল্প হলেও প্রত্যেকটি পর্দায় ভালো সাফল্য পেয়েছে। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিল খেলাঘর আর মেয়েবেলা।

‘আলোর কোলে’ ধারাবাহিকের পর নতুন কোনও বাংলা সিরিয়ালে তাকে আর দেখা যায়নি ঠিকই তবে এর মাঝে স্টার জলসার ‘আনন্দী’ ধারাবাহিকে অল্প সময়ের জন্য ক্যামিও চরিত্রে তার দেখা মেলে। এই ধারাবাহিকে এক-দুটি পর্বে তাকে পুলিশের চরিত্রে দেখা গিয়েছিল।

ফের আবারও আরও একবার অভিনেত্রীকে ছোটপর্দায় দেখতে পারবেন দর্শকেরা। জি-বাংলা ‘দিদি নাম্বার ওয়ান’-এ খেলতে আসছেন অভিনেত্রী। মাকে সঙ্গে নিয়ে এই শোয়ে অংশগ্রহণ করবেন। আগামীকাল অর্থাৎ রবিবার সম্প্রচার হবে সেই পর্ব। অভিনেত্রীকে আবারও একবার ছোটপর্দায় দেখে খুশি হয়েছেন তার ভক্তরা।