হিতেন তিজওয়ানীর সাথে চুপিসারে বিয়ে করলেন অভিনেত্রী মিশমি দাস

অভিনেত্রী মিশমি দাস

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মিশমি দাস। যিনি রাজযোটক, এই পথ যদি না শেষ হয়, খেলনা বাড়ি, কোন গোপনে মন ভেসেছে র মতো একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে তো আবার কখনো ভিলেন চরিত্রে অভিনয় করেছেন।

বাংলা সিরিয়াল ছেড়ে ইতিমধ্যে মুম্বাইয়ে পা রেখেছেন অভিনেত্রী। যদিও এই প্রথম নয়, মুম্বাইয়ে এর আগেও একটি সিরিয়ালে কাজ করেছেন মিশমি। তবে আচমকাই মিশমির একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে বলিউড জনপ্রিয় তারকা কুমকুম সিরিয়ালের অভিনেতা হিতেন তিজওয়ানীর পাশে বিয়ের কনে সাজে মিশমি। তাহলে কি মুম্বাইয়ে গিয়ে চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী?

একেবারেই, আসলে এবার হিতেন তিজওয়ানীর সাথে একটি নতুন প্রোজেক্টে দেখা যাবে মিশমিকে। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। মিশমির পোস্ট থেকে জানা যাচ্ছে, একটি মাইক্রো ড্রামায় দেখা যাবে মিশমিকে। সেই প্রোজেক্টেই হিতেন তিজওয়ানীর বিপরীতে কাজ করতে চলেছেন তিনি। যদিও এখনো মিশমির চরিত্র সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Mishmee Das (@mishmeedas13)