অভিনেত্রী মেঘা দাঁ। টেলিপর্দার পিলু নামেই এর আগে তাঁকে চিনেছে দর্শক। তার প্রথম অভিনয় ছিল একজন নায়িকা হিসাবে। নায়িকা চরিত্রে তার সাবলীল অভিনয় অল্প সময়ের মধ্যে দর্শকের মন জিতেছিল।
তবে বর্তমানে নায়িকা থেকে তিনি হয়ে উঠেছেন খলনায়িকা। কথা ধারাবাহিকে তার পার্ট আপাতত শেষ। তাই আর সিরিয়ালে তাকে দেখা যাচ্ছে না।
তবে ফের আবারও ছোটপর্দায় ফিরছেন মেগা। না, কোনও নতুন সিরিয়ালে নয়। এবার মেগা ফিরছেন তার পুরনো জায়গায়। আসলে ড্যান্স বাংলা ডান্সের মঞ্চ থেকেই অভিনয় শুরু মেঘার। এবার সেখানেই ফিরছেন অভিনেত্রী।
জি-বাংলার ড্যান্স বাংলা ড্যান্সে এক বিশেষ পর্বে আসছেন মেঘা। আবারও এই মঞ্চে তার নৃত্য পরিবেশন করবেন মেঘা। নিজেই জানিয়েছেন সেই সুখবর। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লেখেন, ‘আরও একবার আমার প্রিয় জায়গায়।’
View this post on Instagram